বোয়ালখালীতে মৌলভী আবুল খায়ের নকশবন্দির বার্ষিক ওরশ বুধবার
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়াস্থ হযরত শাহসুফি মৌলানা আবুল খায়ের নকশবন্দি (রাহ.)’র ১১৫তম বার্ষিক ওরশ শরীফ আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি)। খায়ের মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ওরশ উপলক্ষে দরবার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় খতমে কোরআন, সকাল ১০টায় শীতবস্ত্র বিতরণ, বাদে মাগরিব মিলাদ ও জিয়ারত, বাদে এশা হুজুরের রচিত ফানাফিল্লার পথে আধ্যাত্মিক গ্রন্থ থেকে থেকে আলোচনা সভা ও আখেরি মোনাজাত।
শীতবস্ত্র বিতরণ করবেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম বাবুল। এছাড়া রাত সোয়া ১০টায় হুজুরের রচিত আধ্যাত্মিক সংগীত খায়ের মঞ্জিলের গান। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দরবারে গাউছে হাওলার সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী।
আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাজেমুল আলম মুরাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক আলী আজগর চৌধুরী।
অনুষ্ঠানসমূহে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন খায়ের মঞ্জিল দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক শামসুল করিম লিটন।