ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ

Link Copied!

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি ||

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি পালন করেছে। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর ) বিকেলে অনুষ্ঠিত শান্তি চুক্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান
অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণের এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন
কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম,
জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর
প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, দীপ্তিময় তালুকদার ও অংসুইছাইন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ’র আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির সিংহ ভাগ বাস্তবায়িত হয়েছে। পৃথিবীর অনেক দেশ চুক্তি করেও বাস্তবায়ন করতে পারেনি। অথচ আমরা আন্তরিক বলেই সাফল্য পেয়েছি। অনেক দেশ রোডম্যাপ করেও চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। আমরা পেরেছি। চুক্তি বাস্তবায়নে আসুন বসি, সমঝোতায় আসি। চুক্তি বাস্তবায়ন হচ্ছে, বাকিটুকুও হয়ে যাবে।

বিকেল ৩ টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে আড়াই টার সময় রাঙামাটি সরকারি কলেজ গেইট থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে শুক্রবার সকালে রিজিয়নের প্রান্তিক মাঠে হতদরিদ্রদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

একইভাবে পার্বত্য শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)ও পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। জেএসএস’র গণ সমাবেশ থেকে সাবেক সাংসদ ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান দাবী করেছেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তির আলোচনা সভা শেষে সেনাবাহিনীর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

242 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বসত বাড়িতে৮ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ইয়াবা,দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক-২

জিপিএ ৫ ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয় – জুবায়েদ মোস্তফা

জিপিএ ৫ ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয় – জুবায়েদ মোস্তফা

জিপিএ ৫: পরিশ্রমের প্রতিবিম্ব, তবে ভবিষ্যৎ গড়ার মানদণ্ড নয় – জুবায়েদ মোস্তফা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তালহা জোবায়ের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে আগ্রহী

দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫

সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিতর্কিত ইউএনওর বদলি আদেশে শরণখোলায় স্বস্তি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন- জান্নাতি