ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সমুদ্র স্নানে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
admin
৪ জুলাই ২০২২, ৯:২১ অপরাহ্ণ

Link Copied!

সাইফুল ইসলাম সাকিব,কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত অবস্থায় মাহিম নামের আরো এক ছাত্রকে উদ্ধার করেছে বীচকর্মী এবং লাইফ গার্ডের সদস্যরা। নিহত তামিম (১৪) পূর্ব লারপাড়া এলাকার নুরুল হকের ছেলে এবং বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। এছাড়া, জীবিত উদ্ধার মাহিম (১৪) বাসটার্মিনালস্থ নোঙর এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে এবং জেল গেইটস্থ উত্তরন মডেল হাইস্কুলের ছাত্র।

সোমবার (৪)জুলাই,২০২২ ইং বিকেলে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, ছয় বন্ধু মিলে গোসল করতে নামলে তামিম এবং মাহিম নামের দুই বন্ধু নিখোঁজ হয়। নিখোঁজ হলে তাদের উদ্ধারে নামে লাইফ গার্ডের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে বিচ কর্মী এবং লাইফ গার্ডের সদস্যরা। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে এবং জীবিত উদ্ধার করা মাহিমকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

এসময় তামিমের স্বজন মোঃ সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে ফেরার পর তামিম তার মাকে কুরবানী ঈদের গরুর বাজার দেখতে যাবে বলে বের হয়। পরে ছয় বন্ধু সমুদ্র সৈকতে চলে যায়। এদিকে, নিহতের প্রত্যক্ষদর্শী বন্ধু জানায় ছয় জন থেকে চার জন উপরে থাকলেও তামিমরা সমুদ্রের গভীরে চলে গিয়েছিল। সেখানে বাঁচানোর জন্য চেষ্টাও করেছিলেন তারা।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড