ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৮) নামের এক রাজমিস্ত্রি লেবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মনসুর আলী মদন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সপ্তাহ খানেক আগে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত রাজ্জাক ম্যানশনে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজে যোগ দেয়। অন্যান্য শ্রমিকদের সাথে সে প্রতিদিন বিকেলে কাজ শেষ করে বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করতো। মঙ্গলবার বিকেলে কাজ শেষ করে বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করে বিদ্যুতের তার পেঁছিয়ে নেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে আহত হয় মিজান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজমিস্ত্রির ঠিকাদার আমীন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিল্ডিংটি স্থানীয় তকিপুর গ্রামের আক্তর হোসেন বাবুল এর। নিহত মিজান প্রায় ৬দিন ধরে অন্যান্য শ্রমিকদের সাথে এখানে রাজমিস্ত্রিদের হেলপার হিসেবে কাজ করতো। বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করার পর অসাবধানতা বশত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় এবং তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, তার ইউনিয়নে এমন দূর্ঘটনার সংবাদ পেয়ে তিনি কৈতক হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকের মুখে শুনেছেন শ্রমিকটি ইলেক্টিক শর্টে মারা গেছে। লাশ স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

ছাতক থানার এসআই মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

368 Views

আরও পড়ুন

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা