-----------
এই বসন্তের প্রকৃতির ছোঁয়ায়
গাছে গাছে শিমুল ফুল ফুটেছে,
ঋতুরাজ এই বসন্তের আগমনে
বৃক্ষশাখায় কোকিল কুহু কুহু ডাকছে।
এই বসন্তের আগমনে ফুটেছে
পলাশ, কৃষ্ণচূড়া,ডালিয়া, নয়নতারা
সুরভিত ঘ্রাণে ভরে গেছে চারপাশ।
অথচ এই রাঙাময় বসন্তেও
তোমার পদচিহ্ন দেখি না
আমার বাসস্থানের উঠোনে।
একটিবারও ডাকো না আমায়
বসন্তের কোকিলের কুহু স্বরে,
তুমি শেষ ঋতুতেও ফুটোনি
কনকচাঁপা হয়ে আমার কাননে।
----------------------
রাঙাময় বসন্ত
✍️ মো. আহসান হাবিব
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০