ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

কবিতা: সুগন্ধ নয় গন্ধ

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১ নভেম্বর ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

Link Copied!

সুগন্ধ নয় গন্ধ
মো:ইলিয়াস

খেয়া ঘাটের আশেপাশে হাটতেই
কিসের একটা গন্ধ পায়
এই শুভ্রমে কিসের গন্ধ?
যেন বহু বছরের চেনা
ঐ পথ আবার কেনো ডাকে?
এটা আসলে কিসের গন্ধ?
তবে কি পরিচিত কোন পথ
নাকি এটাই পিছুটান?
আসলে গন্ধ নাকি সুগন্ধ?
গন্ধ তো ছড়ায় মানুষ মরিলে
বকুল কতদিন কাচা থাকে?
শুকনা বকুলেই ছড়ায় গন্ধ,
আসলেই এটা সুগন্ধ নয়
বিষয়টা ছিলো ভাবনার
এটা আসলেই সুগন্ধ নয় গন্ধ
মৃত শুকনো বকুলের গন্ধ,।
না নাহ ভুল হচ্ছে, বকুলে-
গন্ধ দেয়,পোড়া গন্ধ দেয় কি?
আকাশে বাতাসে পোড়া গন্ধ
বকুল নয় তবে কিসের গন্ধ?
যেন হৃদয় পোড়ার গন্ধ,
পোড়া গন্ধ সাথে মিছিলের ধ্বনি
বাতাসে বাতাসে ভাসছে
কিসের মিছিল? মিছিল!
যেন ফেরারি কান্নার মিছিল
নাকের ডগায় অন‍্য একটা গন্ধ
একেবারেই নতুন গন্ধ, অপরিচিত
যেন রক্তের গন্ধ, আগষ্টের গন্ধ
বৃষ্টি নামবে বৃষ্টি, এখন?
যেন আবু সাইদের রক্তের বৃষ্টি
তবুও গন্ধ আসে, গন্ধ ভাসে
আকাশে বাতাসে পোড়া গন্ধ
চারিদিকে বন‍্যা, কিসের বন‍্যা ?
পানির রং ও কি লাল হয়?
ঘোর বৃষ্টি আকাশ কেনো কালো?
মেঘ নাকি সূর্যের গ্রহন ?
এ যেন ইয়াছিন, আহাদ,মুগ্ধ,
এ বন‍্যার পানি ওদেরই রক্ত,
আজও ভাসে সেই গন্ধ
আকাশে বাতাসে ভাসে এখনো
বকুলে সুগন্ধ দেয়,গন্ধ হয় নাকি?
বিজয় মিছিল হয়, শুনি,
ফেরারি কান্নার মিছিল,
শুনি পিতার আর্তনাদ।
আসলে বকুল হোক কাচা, মৃত
গন্ধ নয় দিয়ে যায় সুগন্ধ
চারিদিকে শুধু বিষাদের গন্ধ
মায়ের হৃদয় পোড়ার গন্ধ
বিকট আওয়াজ প্রায়ই শুনি,,
দেওয়ালি নয়, কিসের আওয়াজ?
পটাকা নয়, এতো গুলির আওয়াজ,
পড়ে আছে রাস্তার বাকে বাকে
কত শহীদ সামি , মুন্না, ফয়সাল,
এ যেন এক একটা ভেঙে পড়া
আস্ত আস্ত কৃষ্ণচূড়ার ডাল।
এতো সেই গন্ধ আগষ্টের গন্ধ,
যে গন্ধ এখনো ভাসে,
পোড়া গন্ধ আকাশে বাতাসে,

1,228 Views

আরও পড়ুন

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে রমজান ও যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা কারাগার ডান্ডাবেরীর বাণিজ্য চরমে
জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

কবিতা:- ছোবল

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড