মো: মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পুলিশ রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের চলতি বছরের জানুয়ারি মাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, লিশ পরিদর্শক (তদন্ত), এসআই (নিরস্ত্র) ও এএসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠত্বের জন্য তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০