মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের
দামোধরতপী,দরগাপাশা ইউনিয়নের সেচনী ও জয়কলস ইউনিয়নের পঞ্চগ্রাম তেঘরিয়া, সদরপুর ও জয়কলস কালী মন্দির পূজামন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা ফখরুজ্জামান ও উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি নেতৃবৃন্দ ও পূজা উদযাপনকারী ভক্তবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০