মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াদুদ এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২ ঘটিকায় উপজেলার জানীগাঁওয়ে মরহুমের বাড়ির সামনের মাঠে নামাজে জানাযা শেষে গ্রামের গোরস্তানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রাখিয়া যান। তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে দুরারোগে ভোগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানাযার নামাজে সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কলিম উদ্দিন মিলন, জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির অ্যাড. শামসুদ্দিন আহমদ, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, নাদের আহমেদ আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ, আনিসুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি পাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ও মরহুমের আপন ভাই আব্দুল ওয়াহাব সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসুল্লি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযার পূর্বে স্মরণ সভায় বক্তারা বলেন, আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান সাহেব ছিলেন একজন সজ্জন ব্যক্তি এবং লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি এবং জনগণের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন। জাতীয়তাবাদী কৃষক দলের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি, মরহুম আব্দুল ওয়াদুদ সাহেবকে যেন আলাহপাক বেহেশত নসিব করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০