ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

মেহেদী যেন ‘মিরাজ’ এর প্রতিচ্ছবি

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২০, ১২:২৫ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৪৮ রানের প্রত্যাশিত জয় পেয়েছে। মূলত জয়ের আসল কাজটা গড়ে দেন ব্যাটসম্যানরা। দলের টপ অর্ডারের ব্যাটিং, লিটন-সৌম্যের অর্ধশতক জয়ের ভিত তৈরি করে। দ্বিতীয় ইনিংসে বোলাররা তাদের কাজটা করেছেন। ব্যাটসম্যানদের ভিতকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। অধিনায়ক রিয়াদ মোট ৬ জন বোলার কাজে লাগিয়েছেন। প্রত্যেকেই প্রায় উইকেট তুলেছেন। একমাত্র উইকেটহীন ছিলেন মেহেদী হাসান।

গত এক বছরে আগেও বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে নিয়মিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। বেশ কিছুদিন ধরে সংক্ষিপ্ত সংস্করণ থেকে এক প্রকার বাদ পড়েছেন মেহেদী মিরাজ। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। বর্তমানে মিরাজের স্থানেই যেন খেলছেন বিপিএলের পরিচিত মুখ শেখ মেহেদী। দুজনের খেলোয়াড় ভূমিকা সমান, দলের অফ স্পিনার। একই নামের দুই মেহেদীর কাজে সাদৃশ্যতা কতটুকু?

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হয় শেখ মেহেদীর। গত কয়েক সিরিজ ধরে শেখ মেহেদী দলের সাথে যেন ‘ওয়াটার বয়’ হিসেবেই ছিলেন। নিয়মিত অফ স্পিন করেন, দলের প্রয়োজনে ব্যাটিংয়ে হাত খুলে খেলতে পারেন, এই পরিচয়ে জাতীয় দলে ডাক পান মেহেদী হাসান। ১৮ তে এক ম্যাচ খেলে বাদ পড়েন। কিন্তু ঘরোয়া লীগের ধারাবাহিকতা মেহেদীকে কয়েকবার ১৫ সদস্যের স্কোয়াডে ডেকেছে। বোলিংয়ে মেহেদীর সবচেয়ে বড় শক্তিমত্তা মেহেদী বেশ ডট বল করতে পারেন। কিন্তু ডটের পরে কতটা রানের লাগাম টেনে ধরতে পারেন? কিংবা দলকে কতটা ব্রেক থ্রু এনে দিতে পারেন? এমন প্রশ্নে মেহেদী হয়তো একটু পিছিয়েই থাকবেন। জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে মেহেদী পুরো ২৪টা বল করেছেন, ১৪টা ডট দিয়েছেন, তবুও ২৯ রান বিলিয়েছেন। দিনশেষে ছিলেন উইকেট শূন্য। শেখ মেহেদী কি তবে মেহেদীর মিরাজের ছায়ায় পড়ে যাচ্ছেন?

পরিসংখ্যান অনুযায়ী মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি ক্যারিয়ার সমৃদ্ধ বলার জো নেই। বল হাতে ১৩ ম্যাচে ৯.১৬ ইকোনমিতে পেয়েছেন ৪ উইকেট। একজন অফ স্পিনারের ভূমিকায় মিরাজ দলে খেলেছেন, বল করেছেন, কিছু পরিমাণ ডটও দিয়েছেন। কিন্তু দিনশেষে বাউন্ডারি বিলিয়ে খরুচে হয়েছেন, ব্রেক থ্রু এনে দিতে বারবার ব্যর্থ হয়েছেন। মিরাজের সর্বশেষ টি-টোয়েন্টিতে ১৩ ইকোনমিতে রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ফলে সংক্ষিপ্ত সংস্করণে এখন মিরাজকে তোয়াক্কাই করা হচ্ছে না।

অভিষেক হওয়ার পরে শেখ মেহেদী মাত্র ৩ ম্যাচ খেলেছেন। ১০ ওভার বল করে ৮.২০ ইকোনমিতে ৮২ রান বিলিয়েছেন। তিন ম্যাচে মোট ২৪টি ডট বল করেছেন। কিন্তু এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি। বিপিএলেও ম্যাচের তুলনায় উইকেটের সংখ্যা কম। উইকেট তুলতে মেহেদী যেন এখনো মিরাজের প্রতিচ্ছায়া বয়ে বেড়াচ্ছেন।

সংক্ষিপ্ত সংস্করণে একজন বোলারকে দলে টিকে থাকতে হলে নিয়মিত উইকেট তুলতে হবে কিংবা রানের লাগাম টেনে ধরতে হবে। নচেৎ মিরাজের মতো দল থেকে বাদ পড়তে হবে। দলে থাকা, না থাকার ব্যাপার নিয়ে শেখ মেহেদী নিশ্চয়ই অবগত আছেন। তাছাড়া কাউকে অনিয়মিত ৩ ম্যাচ সুযোগ দিয়ে বিদায় বলারও সুযোগ নেই। পেশাদার খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব জানেন। সময়মতো পালনও করে থাকেন। নিশ্চয়ই শেখ মেহেদীও অতীতের ব্যর্থতা ভুলে আগামী ম্যাচ থেকে নতুন করে শুরু করতে চাইবেন। একজন বোলার হিসেবে নিজের কর্তব্য পালন করবেন। দলকে ব্রেক থ্রু প্রদান কিংবা প্রতিপক্ষের রানের চাকা আটকে রাখার দায়িত্ব নিবেন। অন্যথায় মিরাজের মতো সমাপ্তি ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত