মু. ইলিয়াস হোসেন, ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ‘গোবিন্দ দেব গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্র'র আয়োজনে ‘শিক্ষকতায় নৈতিকতা বিষয়ক কর্মশালা’ হতে যাচ্ছে আজ। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মশালাটি আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
জানা গেছে, কর্মশালাটিকে তিনটি অধিবেশনে ভাগ করা হয়েছে। এতে শিক্ষকতায় নৈতিকতা, পাঠদানে নৈতিকতা, পেশাগত নৈতিকতা, স্নাতক পর্যায়ের শিক্ষকদের নৈতিক দায়িত্ব, পরীক্ষা সংক্রান্ত নৈতিকতা শীর্ষক বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করা হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করবেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবদুল হালিম, দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস, অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, অধ্যাপক ড. জসীম উদ্দিন, অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০