মোঃ ফুরকান মিয়া, ভৈরব প্রতিনিধি,
সবুজ, সেজান, ইমরুল, তন্ময়, সাব্বির- এই পাচ তরুণ পেশায় ব্যাংকার ! এনঅারবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ভৈরব বাজার উপ শাখায় কর্মরত। ঈদের জামাত শেষ করে ঘুরে বেড়ায় ভৈরব শহরের বিভিন্ন প্রান্তরে। রাস্তায় থাকা ছিন্নমূল, পথ শিশুদের মাঝে তারা ঈদ সেলামী স্বরুপ বিতরণ করে নতুন টাকা।
জানা যায় এই পাঁচ তরুণ ব্যাংকার ঈদ উপলক্ষে ব্যাংকের শেষ কার্যদিবসে গ্রাহকদের নতুন টাকার প্রত্যাশা মিটিয়ে কিছু নতুন টাকা রেখে দেয় নতুন কিছু করার পরিকল্পনায় !
পরিকল্পনা অনুযায়ী তারা ভৈরবের ত্রিসেতুর নিচে, রেলওয়ে স্টেশন, স্টেডিয়াম সংগ্লন্ন বেদে পল্লী ও শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের একটি এতিমখানায় প্রায় শতাধিক পথ শিশু ও এতিদের মাঝে নতুন টাকায় ইদ সেলামী প্রদান করে ৷ ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট পেয়ে অসহায় এই শিশুদের অমলিন অানন্দের খুশিতে তারা ও তৃপ্ত এক অন্যরকম মানবিকবোধে।
বিষাদগ্রস্ত পৃথিবীর মাঝে এ যেন এক বিরল অভাবনীয় দৃশ্য!
শিশু সংগঠক ও শিক্ষাবিদ অধ্যাপক শরীফ উদ্দিন অাহমেদ এ উদ্যোগের প্রশংসা করে বলেন-বাঙালীর ঈদ অানন্দের একটি বড় অংশ জুড়ে জায়গা করে অাছে সেলামী স্বরুপ নতুন টাকা হাতে পাওয়ার অানন্দ! তরুণ এই ব্যাংক কর্মকর্তাদের অসহায় বৃদ্ধ, এতিম, ছিন্নমূল-পথশিশুদের মাঝে ঈদ সেলামী হিসেবে নতুন টাকা বিতরণের মাধ্যমে ঈদ অানন্দ ভাগাভাগি করার এই অায়োজন নিঃসন্দেহে একটি নান্দনিক অায়োজন।
উক্ত অায়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাট্য সংগঠক খাইরুল ইসলাম সবুজ, সংগঠক মোঃ ফুরকান মিয়া ও ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০