—————-
বটতলা, মলচত্বর, টিএসসিতে
মাঝে মাঝে দেখি তারে ফুল বিক্রিতে
কখনো সখনো একঝুড়ি গোলাপ হাতে
মেয়েটি আসে, ভর দুপুরে অথবা খুব প্রভাতে
কোমল সুরে করে যায় আবদার-
একটি ফুল নাওনা ভাইটি আমার!
মেয়েটি মলিন মুখে এর ওর কাছে যায়
যদিবা কোন প্রেমিক একটি গোলাপ নিতে চায়।
আমি অবাক নয়নে তাকিয়ে দেখি
তার নিরামিষ ফুল বিক্রি
অথচ সে নিজেই একটা ফুল
ফুটফুটে গোলাপ কিংবা গন্ধভরা বকুল
আমি কিভাবে তার ফুল নিই
আমার পকেটে যে নেই কোন টাকা
আমি কোথায় এই ফুল রাখি
আমার হৃদয় যে পুরোটাই প্রেমহীন-ফাঁকা।