এমপি কমল তুমি কক্সবাজারের অহংকার
তোমার সকল কীর্তিতে আকাশ-বাতাস মুখরিত
উঠবে তুমি স্বপ্নচূড়ায় বীরদর্পে ক্রমাগত।
তুমি কক্সবাজার বাসীর মধ্যমণি
সকল ঋতুর বিহঙ্গেরা করে তোমার জয়ধ্বনি।
তুমি নিরন্তর পাড়ি দিচ্ছ অগণন সাফল্যের সিড়ি
উঠেছো স্বপ্ন শিখরে,
যাহা কিছু সুন্দর তোমার ভেতর বাজে সুরে সুরে।
তোমার আছে বিশাল হৃদয় বুক ভরা ভালোবাসা
তোমার ভিতর পায় খুঁজে মানুষ বাঁচার আশা।
গরীব দুঃখী হয় সুখী, তোমার বদান্যতায়
থাকবে তুমি চলমান সব মানুষের ভালোবাসায়।
তোমাকে দেখে সবাই জনমানবের পাশে
যেন একটি মুক্তোর মতো হাসি,
তোমাকে দেখে সবাই শিক্ষার্থীর মাঝে
শিক্ষা প্রসারিত করার কাজে।
তোমার কাছে আমাদের কত যে স্বপ্ন, কত যে আশা
তুমি দূর করবে আমাদের দীর্ঘদিনের দুর্দশা।
তোমার আলোক দ্যুতি আর সাহায্য সহযোগীতায়
কক্সবাজারবাসীর দুঃখ-দুর্দশা আসবে শূন্যতায়
তোমার মহৎ চিন্তা আর দানের মহিমায়
হাসি ফুটবে তাদের মুখে
যারা দুঃখী-অসহায়।
দুর্যোগে সবার পাশে তড়িৎ বেগে তুমি এসো ছুটে
আলোতে ভাসো তুমি স্বপ্নের ডানা মেলে,
তোমার সংজ্ঞা দিব কোন বিশেষণে
তা আমি পাই না খুঁজে।
এ ধূলির ধরণীতে শুভ হোক তোমার আগমন
লক্ষ কোটি প্রাণাত্ম মিলে তোমায় জানাচ্ছি স্বাগতম।
আরিফ ইকবাল নূর
শিক্ষার্থী : ঢাকা বিশ্ববিদ্যালয়।
গর্জনিয়া, রামু, কক্সবাজার।