ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রাইজুল এর জানাযায় হাজারো মানুষের ঢল,দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

Link Copied!

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রাইজুল এর জানাযায় হাজারো মানুষের ঢল,দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান মরহুম রিয়াজুল ইসলাম রাইজুল (৭৪) বুধবার দিবাগত রাত ১০ টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা ইউনিয়নের বীরগাঁও গ্রামে নিজ বাড়ীর সামনের মাঠে এক আবেগঘন পরিবেশে হাজারো মুসুল্লীদের অংশগ্রহণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্হানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজ পূর্ববর্তী শেষ বিদায় জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ আনসার উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, সদর উপজেলার কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি মোঃ সামছুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান শহীদ মিয়া।
জানাযার নামাজে মরহুমের আত্মীয়-স্বজন,
শুভাকাঙ্ক্ষী ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিয়ানবৃন্দ উপস্হিত ছিলেন।

বক্তারা মরহুম রিয়াজুল ইসলাম রাইজুল এর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রিয়াজুল ইসলাম রাইজুল ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব জনপ্রতিনিধি। এলাকাবাসীর জন্য নিরলসভাবে কাজ করেছেন তিনি। সহকর্মীরা তার আচার- আচরণের ভূয়সী প্রশংসা করেন এবং চলার পথের স্মৃতি বিজরিত কথা বলে আবেগাপ্লুত হন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, শান্তুিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলকে ডেবিল হান্ট অভিযানে ৩০ মার্চ মোতাবেক ২৯ রামাজান রোববার ইফতার পূর্ববর্তী সময়ে আটক করে ঈদুল ফিতরের দিন জেল হাজতে প্রেরণ করা হয়। জেল হাজতে থাকাকালীন গত ৫ এপ্রিল অসুস্হ হলে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ শুক্রবার নিজ বাড়ীর পারিবারিক গোরস্হানে তাকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন বেলজিয়ামে ছিলেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ের সবাই যুক্তরাজ্য প্রবাসী।

138 Views

আরও পড়ুন

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ