সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে পুলিশের গুলিতে নিহত হন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের (১নং ওয়ার্ডে) দর্জিপাড়ার ইশমামুল হক।
১৮ আগষ্ট(রবিবার) শহীদ ইমামুল হকের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি শহীদ ইমামুল হকের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম ।
এসময় উপদেষ্টা ফারুক-ই- আজম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। শহীদদের রক্তের বিনিময়ে দেশের মানুষ ২য় বারের মতো স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণকে। শহীদ ইশমামদের মত যাঁরা বুলেট এর সামনে বুক পেতে দিতে ভয় পায়নি সেইসব ছাত্র জনতার আত্মত্যাগের কারণেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও তাঁর দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শহীদ ইসমামের মায়ের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক-ই- আজম বলেন, এখন থেকে মাথা উঁচু করে গর্বকরে বলবেন, আমি শহীদ ইশমামের মা । আপনার ছেলের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। জাতি এইসব বীর শহীদদের আজীবন স্মরণ রাখবে।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাদি উর রহিম জাদিদ, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্নয়ক তালাত মাহমুদ রাফিসহ ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম। উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ। লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হক (২০)কে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে চাকরি প্রদান করা হয়েছে।
উল্লেখ্যঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল করতে গিয়ে গত ৫ আগষ্ট ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয় ইশমাম। তৎক্ষণাৎ ইশমামের সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইসিউতে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ৮ আগষ্ট সকালে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইশমামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়