নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের বাঁশাটী গ্রামের বাসিন্দা ইখলাস মিয়া সম্প্রতি নদীভাঙনে তার একমাত্র বসতবাড়ি হারিয়েছেন। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে তিনি বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন।
এই অসহায় মানুষটির পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতায় তিনি আবার মাথা গোঁজার একটি ঠাঁই গড়ে তুলতে সক্ষম হবেন।
ইখলাস মিয়ার পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান রাজীব। তিনি জানান, “ইখলাস মিয়ার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এটি সদকায়ে জারিয়ার অংশ হিসেবে গণ্য হবে এবং দানের মাধ্যমে আমাদের জন্য পরকালেও অশেষ সওয়াব বয়ে আনবে।”
সাহায্য পাঠানোর তথ্য:
যারা ইখলাস মিয়ার পাশে দাঁড়াতে চান, তারা বিকাশ বা নগদের মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন।
বিকাশ/নগদ নম্বর: 01828-318755
রেফারেন্স: R
একটি পরিবারকে ফিরিয়ে দিন জীবনের স্বস্তি:
ইখলাস মিয়ার এই দুর্দিনে আপনার ক্ষুদ্র সহায়তাও তার জন্য হতে পারে নতুন জীবন শুরুর পাথেয়। বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
আল্লাহ্ আমাদের সবাইকে এ কাজে অংশগ্রহণ করার তৌফিক দিন এবং ইখলাস মিয়ার সংকট দূরীকরণে সহায় হতে দিন।
আপনার দানে একটি পরিবারের জীবনে ফিরে আসতে পারে শান্তি।
এই আবেদনটি যতটা সম্ভব শেয়ার করুন, যেন আরও মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।