ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নিরাপত্তাহীনতার কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে দালালের দৌরাত্ম্য কমানো সম্ভভ হচ্ছে না-সিভিল সার্জন বরিশাল

প্রতিবেদক
নিউজ এডিটর
১৫ জানুয়ারি ২০২০, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

নিরাপত্তাহীনতার কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে দালালের দৌরাত্ম্য কমানো সম্ভভ হচ্ছে না–। সনাক, বরিশাল আয়োজিত ‘স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের সাথে ‘অধিপরামর্শ সভা’য় সভাপতির বক্তব্যে বরিশালের সিভিল সার্জন ডা. মোঃ মনোয়ার হোসেন-এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘সীমিত জনবল ও স্বল্প সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করে মুজিব বর্ষ পালন করবো।’

টিআইবি’র সহায়তায় ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয়, বরিশাল-এ ‘অধিপরামর্শ সভা’টি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক উপদেষ্টা ডা. সৈয়দ হাবিুর রহমান, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির ্সদস্য জীবন কৃষ্ণ দে, উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম।

সভায় বরিশালের জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সেবার সার্বিক মানোন্নয়নে সিটিজেন চার্টার স্থাপন; নারী সেবা সংক্রান্ত পৃথক তথ্য বোর্ড স্থাপন; তথ্যপত্র প্রকাশ; তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য কর্মকর্তা নিয়োগ; তথ্য কর্মকর্তা’র নাম ফলক স্থাপন; টিকেট কাউন্টার ও ওষুধ কাউন্টারে নারী-পুরুষ ভেদে আলাদা লাইনের ব্যবস্থা করা; নারী ও পুরুষ ভেদে পৃথক টয়লেট নির্ধারণ; ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন; বিভিন্ন সেবার মূল্য তালিকা দৃশ্যমান করা; অভিযোগ বাক্স স্থাপন; অভিযোগ নিরসন কমিটি গঠন; অভিযোগ গ্রহণ ও নিরসন রেজিস্টার সংরক্ষণ; প্রতিদিনের ঔষধের তালিকা প্রতিদিন হালনাগাদ করা; ডাক্তার ও নার্সদের ডিউটি রোস্টার দৃশ্যমান করা; সেবাগ্রহীতাদের সাথে কর্তৃপক্ষের মতবিনিময় সভার আয়োজন; ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাক্ষাতের সময়সূচি দৃশ্যমান করা; তথ্য অনুসন্ধান কেন্দ্র স্থাপন; প্রতিটি সভায় জেন্ডার বিষয়ক ইস্যু আলোচ্যসুচিতে অন্তর্ভূক্ত করা; ডাক্তার, টেকনিসিয়ান, সিকিউরিটি গার্ড ও সুইপার এর শুণ্যপদ পুরণ করা; জেনারেল হাসপাতালে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর ও ডিজিটাল এক্স-রে মেশিন চালুকরণ; দালালের দৌরাত্ম্য নিরসন ও ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতাল বরিশাল এর আরএমও ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির ্সদস্য রফিকুল আলম, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই গাজী গোলাম মোহাম্মাদ প্রমূখ।

161 Views

আরও পড়ুন

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী