এম এ মোতালিব ভুঁইয়া:
দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে রবিবার(১০ নভেম্বর) রাতে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের উত্তর মাঠগাঁও নামক স্থান হতে ১১টি ভারতীয় গরু আটক করে, যার বিজিবির সিজার মূল্য ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, দোয়ারাবাজার সীমান্তের মাঠগাঁও বিওপির একটি টহল অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান আটক করেছে। আটককৃত ভারতীয় গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয় কর্তৃক নিলাম করার কার্যক্রম প্রক্রিয়াধীন।