ফরহাদ আমিন::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বার কোটি নব্বই লাখ টাকার মূল্য মানের চার লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বুধবার ভোরে হ্নীলা ইউপি নাফনদী সংলগ্ন হাজিরখাল এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।টেকনাফের২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,মিয়ানমার থেকে দমদমিয়া এলাকা বরাবর ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে।এমন তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে একটি বিশেষ টহলদল নৌকা নিয়ে বিএসপি পোষ্টের নিকট হাজিরখালে কৌশলগত অবস্থান নেয়।৪-৫জন ইয়াবা পাচারকারী সাঁতরিয়ে নদী পার হয়ে হাজিরখালের উত্তরে কেওড়া বাগানের দিকে উঠতে দেখলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কেওড়া বাগানের পাশে জঙ্গলের দিকে পালিয়ে যায়।পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে১২কোটি ৯০লাখ টাকার মূল্য মানের৪লাখ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।পরে ঊর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি,স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।