ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পুলিশ সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন।নিহত হলেন,সদর ইউপি ডেইল পাড়ার ছালেহ আহাম্মদের ছেলে মোঃ আজিজ(২৪)।আহতরা হলেন এসআই কামরুজ্জামান,এএসআই মিশকাত ও কনস্টেবল রোমন দাশ।রবিবার ভোররাতে সদর ইউপির মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,শনিবার রাত ৯টার দিকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর ইউপি মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশের একটি টিম নিয়ে অভিযানে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান,পরে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়।ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা,একটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।