ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রামে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক- ইফতার মাহফিল

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ণ

Link Copied!

বার্তা পরিবেশকঃ চট্টগ্রামে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ (বুধবার) বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবসে জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, বিশেষ আলোচক ছিলেন- চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল আর দক্ষিণজেলা জাসাসের আহ্বায়ক জনাব জসিম উদ্দিন চৌধুরী।

মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন- পাঁচলাইশ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ।

২৫ তম রমজানে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক, স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরসহ উত্তরজেলা ও দক্ষিণজেলা জাসাসের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা জাসাসের সভাপতি-সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক জনাব জামিল, জনাব মইন, জনাব খন্দকার সাইফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ অনেক বছর পর আমরা এভাবে নির্ভয়ে এতোবড় মিলনমেলা সংগঠিত করতে পেরেছি যাদের অবদানে তাদের অন্যতম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম যিনি শহীদ হয়েছিলেন এই মুরাদপুরেই। আজকের এইদিনে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন বিসর্জন দেওয়া সকল শহীদ এবং জুলাই বিপ্লবে আহত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্ব সশ্রদ্ধ সালাম ও দোয়া রইলো। বাংলাদেশ জাতীয়তাবাদীদল সবসময়ই বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকায় থাকবে। পাঁচলাইশ থানার নবগঠিত জাসাস কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশ গঠনের ৩১ দফাকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করে প্রায় দুশোর মতো নেতাকর্মী একত্রে ভাতৃত্বের বন্ধনে ইফতার সম্পন্ন করেন।

214 Views

আরও পড়ুন

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় সহপাঠীকে মারধরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই; প্রত্যাহার এস আই সঞ্জীব পাল

বাংলাদেশি প্রবাসী মুফতির দাওয়াতে দক্ষিণ কোরিয়ার তরুণীর ইসলাম গ্রহণ

কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পর্নো তারকা

নীলফামারীতে বার বার হামলার শিকার হয়েও আইনি সহায়তা পাচ্ছেনা সাংবাদিক

কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার