কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
নেশা আজ আমাদের সমাজে মহামারী আকার ধারন করেছে। বেশিরভাগ অপরাধের মূলেই রয়েছে বিষধর নেশার ছোবল। যে দেশে নেশার টাকার জন্য নিজের মাকে তার সন্তান আগুনে পুড়িয়ে মারে। বাবা তার সন্তানকে মেরে ফেলে এমন দেশ বঙ্গবন্ধু ও বঙ্গতাজ কখনোই চাননি। তাদের স্বপ্ন ছিল সুজলা-সুফলা শস্য শ্যামলা ফুলে-ফলে সুশোভিত সমৃদ্ধশালী সোনার বাংলা। ৩০ অক্টোবর বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের বাড়ি সংলগ্ন চত্বরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে র্যালী শেষে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।
‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোসাঃ শামসুন্নাহার পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, আমাদের দেশের জনগণের তুলনায় পুলিশ অনেক কম, তাই প্রতিটি মানুষকেই পুলিশের দায়িত্ব পালন করতে হবে। যে কোনো অপরাধীকে ধরিয়ে দিতে পারে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে সমাজ থেকে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিতে। কমিউনিটি পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মানুষিকতা নিয়ে কাজ করলে সমাজের যে কোন অপরাধ দমন করা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আব্দুল কবির মাস্টার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম মোল্লা হিরন, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।