ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় অসহায়,দরিদ্রদের স্বাস্থ্যসেবার জন্য এমপি রিমির মহতি উদ্যোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ নভেম্বর ২০১৯, ৭:৪৯ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ

গাজীপুর-৪,কাপাসিয়া আসনের জাতীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি অসহায়,দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক মহতি ও ব্যতিক্রধর্মী উদ্যোগ গ্রহন করেছেন।

“স্বাস্থ্যসেবায় প্রতিদিন, আপনার একটাকা দান, বাঁচাতে পারে হাজারো অসহায় মানুষের প্রাণ”- এই প্রতিপাধ্য’কে সামনে রেখে ৯ নভেম্বর (শনিবার ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এক মাসিক সমন্বয় সভায় দীর্ঘদিনের লালিত সিদ্ধান্তের কথা উপস্থিত সকলকে জানিয়েছেন রিমি এম’পি।

প্রধান অতিথি হিসাবে এম’পি রিমি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় একটি প্রস্তাবে তিনি বলেন , উপজেলার অসহায়-দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ স্বাক্ষরিত ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং সকল পর্যায়ে সরকারি চাকুরীরত ১৭’শ কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন ওই একাউন্টে একটাকা করে জমা করবেন। সঞ্চিত অর্থ উল্লিখিত ৩ জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বর্তমানে সরকারি ব্যবস্থাপনার বাইরে এমপি’র পরামর্শে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন খাতে এবং ১৯জন কর্মী বাবদ ৮১ হাজার টাকা ব্যয় করে থাকেন।

সমন্বয় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুস সালাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মা ও শিশু স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা আবু হাসান মোস্তফা প্রমূখ।
এ সময় প্রধান অতিথি ‘জরুরী প্রসূতিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ’ স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ২০১৯ সালের সেরা পুরস্কার পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবায় সমাজের বিত্তবানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে এগিয়ে আসার আহবান জানান। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্কাউটের ৮০৯ ও ৮১০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

226 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

খুরুশকুলের আলোচিত মাদক কারবারি মোস্তাক ১৬ হাজার ইয়াবা সহ বিজিবি’র হাতে আটক