ঢাকাবুধবার , ২৫ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়া কালীগঞ্জে ঈদ শুভেচ্ছার ফেস্টুন পোস্টার সাঁটিয়ে জামায়াত নেতাদের নির্বাচনি প্রচারণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জুন ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথীদের ব্যাপক প্রচার প্রচারণা চোখে পড়ার মতো।

গাজীপুর – ৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মেট্রো জামায়াতের আমীর সালাউদ্দিন আইউবী।

অপর দিকে গাজীপুর -৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন গাজীপুর মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর,ইসলামী ছাত্র শিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি খায়রুল হাসান।

কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা ঘুরে দেখা যায় তাদের দুজনের রংবেরঙের ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা।

দলীয় নেতাকর্মীরা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাস্তা ঘাট, হাটবাজার, বাসস্ট্যান্ড, সড়কের মোড়, দেয়ালে দেয়ালে ও জনগণের দৃষ্টিতে পড়ার মতো জায়গায় ঈদ শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন। দেখে মনে হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবেই যেনো এসব প্রচারণার কাজ চলছে। ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগাতে গিয়ে দলীয় কর্মীরা অনেক সময় মই ও ব্যবহার করছেন।

কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা ও মাহমুদুল হাসান জানান, জামায়াতের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের বৃহত্তর স্বার্থে বিনা পরিশ্রমে নিজ উদ্যোগে এসব কাজ করে যাচ্ছেন। তাদের এ শ্রমের মূল্য পরিশোধ করার মতো নয়।

সালাউদ্দিন আইউবী ও খায়রুল হাসান অভিন্ন বক্তব্যে বলেন, ব্যানার, ফেস্টুন, পোস্টারের মাধ্যমে জনগণকে শুভেচ্ছা জানানোর বিষয়টি আমাদের দেশের একটি ঐতিহ্যে পরিনত হয়েছে। এটা জনগণের সাথে যোগাযোগের একটি অনন্য মাধ্যম। আশাকরি সাধারণ মানুষ আমাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করবেন। তারা উভয়ই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ সংসদীয় আসনের জনসাধারণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের কেউ কেউ পোস্টার সাটিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার কার্ড বানিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।

168 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা, ত্যাগীদের মূল্যায়নের অঙ্গীকার

মেলান্দহে স্বেচ্ছাসেবক দলের আহবায়কে বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

ইসলামপুরে শীলদহে যমুনা নদীর ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ, নেতাকর্মীদের প্রতিবাদ

স্বাস্থ্য সেবায় সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় জামায়াত : আব্দুল্লাহ আল ফারুক

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের দাবি ‘প্রস্তুত ছিলাম’

‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

তারাগঞ্জ স্কুল অ্যন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার !! 

ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’।

নালিতাবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ