ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কমলগঞ্জে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি 

নতুন প্রজন্মের শিশু – কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষা সাংস্কৃতিক কে মননে চিত্রে ধারণের লক্ষে কমলগঞ্জ   মাধবপুর ইউনিয়নে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠিত হয় ।

(২ এপ্রিল) বুধবার সকাল ১১ ঘটিকায়  মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে উপস্থিত হন আয়োজন স্থনে । এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় । একসাথে ৩ টি হল রুমে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা চলতে থাকে আর সেগুলো পরিচালনা করেন সংগঠনের সদস্যরা থাকেন বিচারক মণ্ডলীরা । বাহিরে অবিভাবকদের সরব উপস্থিত ।

প্রতিযোগিতা শেষে সংগঠনের সভাপতি সত্যবান  সিংহ এর সভাপতিত্বে ও শিউলি সিনহা ও মনিষা সিনহা সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-৫, ঢাকা, বুলবুল সিংহ, সিনিয়র কনসালটেন্ট, এসপিএফএমএস, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়,বিমল কুমার সিংহ, এফসিএমএ, উপ-পরিচালক, বিপিডিবি, ঢাকা এবং প্রধান উপদেষ্টা, বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যা,প্রভাস চন্দ্র সিংহ, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মণিপুরী ললিতকলা একাডেমি,শুভাশিস সিনহা, নাট্য প্রশিক্ষক, মণিপুরী ললিতকলা একাডেমি, প্রতিষ্ঠাতা, মণিপুরি থিয়েটার এবং নাটক ও নাট্যসাহিত্যে,শিবানন্দ সিনহা, সভাপতি, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি, সত্যবান সিনহা, সভাপতি, বাঘবাড়ি ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা।

সংগঠনের উপদেষ্টা বিমল কুমার  সিংহ আলাপকালে বলেন ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়। নিজে কল্পনা করে করে বিভিন্ন রকম ছবি আঁকতে পারে। কোথায় কেমন ছবি আঁকতে হবে, কোথায় কি রং দিতে হবে ইত্যাদি জিনিসগুলো সামঞ্জস্য রেখে নিজে কল্পনা করে এঁকে এঁকে একটি সুন্দর চিত্র অঙ্কন করতে শিখে যায়।

সংগঠনের উপদেষ্টা পবিত্র সিংহ বলেন আলাপকালে বলেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সবাই কামনা করে; কিন্তু প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন সেখানে সেবাই হবে মুখ্য উদ্দেশ্য। সমাজের উন্নতির জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমাজে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সেখানে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। কিশোর অপরাধ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও পথশিশুদের পাশে দাঁড়ানো প্রভৃতি।

প্রায় ১৫০ জন শিশু-কিশোর  চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে করেন।
শিশু-কিশোরের মানসিক বিকাশ সাধন সহ যুব সমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 

131 Views

আরও পড়ুন

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় সহপাঠীকে মারধরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই; প্রত্যাহার এস আই সঞ্জীব পাল

বাংলাদেশি প্রবাসী মুফতির দাওয়াতে দক্ষিণ কোরিয়ার তরুণীর ইসলাম গ্রহণ

কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পর্নো তারকা

নীলফামারীতে বার বার হামলার শিকার হয়েও আইনি সহায়তা পাচ্ছেনা সাংবাদিক

কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার