সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:
ঔষুধ কোম্পানীতে কর্মরত প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া) চকরিয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন ও সমাবেশ শনিবার (১৯অক্টোবর) সকাল ১০ঘটিকায় চকরিয়া সদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্বে করেন মডেল ফারিয়া চকরিয়ার নবনির্বাচিত সভাপতি এসএম ইলিয়াছ ও সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার উদ্দিন। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মো: মনজুর আলম, সৈয়দ শামসুল আলম জুয়েল, উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে মো: মহিউদ্দিন, তোফাজ্জল হোসেন, নিপুন কুমার বিশ্বাস, আবদুল হামিদ ও সদ্য বিদায়ী সভাপতি শাহ ইমরান।
সভায় বক্তারা সরকারের কাছে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান। ৫ দফা দাবির মধ্যে রয়েছে; ঔষুধ প্রতিনিধিদের নির্দিষ্ট কর্মঘন্টা, সরকারি নতুন বেতন স্কেল অনুসারে ৭ম গ্রেড বেতন স্কেল নির্ধারন করা, প্রতিটি কোম্পানীতে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি চালু করা, সকল সরকারি ছূটি সহ সাপ্তাহিক ছুটি প্রদান করা,প্রত্যেক কোম্পানীর বোনাস ও উৎসব ভাতা দেয়ার নিয়ম চালু করা সহ যখন তখন চাকুরী হতে ছাটাই করা যাবে না নিয়ম রেখে চাকুরীর নিশ্চয়তার নীতিমালা করার।##