ঢাকাশুক্রবার , ২২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ালো জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

ক্যাম্পাস প্রতিবেদক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ফেনী জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্য থেকে বাছাই করে ৩০ টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য পরিবার প্রতি ২ বান টিন (১৬ টি করে) ও নগদ ২ হাজার টাকা দেয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাইদের আর্থিক সহযোগিতায় এই ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা হয়। সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কিছুটা হলেও হাসি ফুটাতে পেরেছে এই অ্যাসোসিয়েশন।

এই সহযোগিতা কার্যক্রমে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ রানা, সহ-অর্থ সম্পাদক অরুপ কুমার কুন্ডু, নির্বাহী সদস্য এস এম মাসুদুর রহমান প্রমুখ। এ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেন ফেনী সদর উপজেলা প্রশাসন। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলার সম্মানিত এসিল্যান্ড জনাব সজীব তালুকদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ।

বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীগণ ত্রাণ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। তারা বর্ণনা করেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। আমাদের এই উপহার পেয়ে সবাই খুব খুশি হয়েছেন এবং আমাদের সকলের জন্য দোয়া করেছেন। আমাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এসি ল্যান্ড। তিনি তার প্রশাসনের পক্ষ হতে আমাদের অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ প্রদান ও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি উল্লেখ করেন আমরাই প্রথম সংগঠন যারা বনার্তদের পূনর্বাসনের জন্য অনুদান প্রদান করেছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদাক জনাব আবদুল মজিদ বলেন, ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে আমাদের সংগঠন অংশ নিতে পারায় আনন্দিত। সেই সাথে উপস্থিত উপকারভোগীগণ এই অনুদান পেয়ে তাদের ঘরবাড়ি মেরামত করে আবার নতুন তরে জীবন শুরু করবেন।

অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ রানা যারা এই মহতি কাজে অর্থ দিয়ে ও শ্রম দিয়ে সহযোগীতা করেছেন সকলকে ধন্যবাদ জানান । সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি জনাব আনিছুর রহমান, সাধারন সম্পাদক কাজী আরিফুর রহমান ও অর্থ সম্পাদক শফিকুর রহমানের প্রতি।

এ সহায়তা কার্যক্রমে ফেনী সদর উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতিও অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের যেকোন দূর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। সামাজিক দায়বদ্ধটার জায়গা থেকে ইতিপূর্বে তাঁরা আরও অনেক জনহিতকর কাজ করে সুনাম অর্জন করেছে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের দরিদ্র ও মেধাবীদের জন্য বৃত্তি প্রদানসহ অ্যালামনাই সদস্যদের স্বার্থ সুরক্ষায় নানাবিধ কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

1,422 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের একবছর পূর্তি, কী ভাবছেন শিক্ষার্থীরা?

চট্টগ্রাম দক্ষিণ জেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭২ ঘন্টার আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের
গাইবান্ধায় সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এ স্থায়ী উপাচার্যের যোগদান

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করল গ্রীন ভয়েস

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”
চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ উদ্বোধন

ইসলামী ছাত্র শিবির সমর্থিত “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” প্যানেলে কে কে আছে ??

বাবার কাঁধে সন্তানের লাশ, কাঁদিয়ে গেল হৃদয়ের অভিলাস, ফিটনেসবিহীন যানবাহনে সতর্কবার্তার অভাব

নীলফামারী সরকারি ক‌লেজ ছাত্রদ‌লের আহ্বায়ক র‌ক্সি, সদস‌্য স‌চিব রানা