ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ২:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

—–
২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি।

এরা আনছে আরেক বাটপারি আলাপ। পর পর ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।
খেয়াল করেন।
পরপর ২ বার।
মানে টানা ২ বার প্রধানমন্ত্রী হবে। এরপর তো এক টার্ম গ্যাপ দিয়ে আবার হতে পারবে।
আর ইউনূস সরকারের প্রস্তাব ছিলো, এক ব্যাক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতেই পারবে না। টানা হোক আর না হোক। আমেরিকা স্টাইল।
শুধু এটাই না, আরো বেশিরভাগ সংস্কারের বিরুদ্ধে ওরা অফিশিয়াল অবস্থান নিছে।
কাজেই, দেশ খুব চেঞ্জ হয়ে যাবে, দেশের বিরাট পরিবর্তন হয়ে যাবে বলে যারা অনেক স্বপ্ন টপ্ন দেখে ফেলেছিলেন, তারা এইবার ঘুম থেকে উঠতে পারেন।
যারা ৫ আগস্টের পর বিদেশে না যাইয়া দেশে থাকবো বলে আবেগে আলুথালু হয়েছিলেন, তারাও আবেগ থেকে বের হন।
সামনে আরো একটা দীর্ঘ লড়াই আসতেছে।
এই লড়াই এ আবারও এই দেশকে কিসের মধ্যে দিয়ে যেতে হবে, জানি না। শুধু জানি, কিছুই চেঞ্জ হবে না।সংবিধানের মূলনীতি পর্যন্ত চেঞ্জ করতে দিবে না এরা।
আর আব্বাস তো বলেই দিছে, ইউনূস কিছু চেঞ্জ করে গেলে উনারা সেইটা বদলে ফেলবেন। সহজে কিছুই চেঞ্জ করতে দেবে না।
কেন দেবে?
শুধু গুলিস্তান থেকেই উঠতেছে হাজার কোটি টাকার চাঁদা। এই মধু কে ছাড়বে? কেউ ছাড়বে না।
আমি আপনি বরং দেশ ছাড়ি।
যেই দেশে ২০০০ মানুষের রক্তও রাজনৈতিক দলগুলোকে শুদ্ধ করতে পারে না, সেই দেশে থেকে কী করবেন?

– তানভীর আকন্দ,বরিশাল।

300 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার