ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ

তবুও আমি লিখতে অক্ষম–সেঁজুতি মুমু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ৬:০১ অপরাহ্ণ

Link Copied!

——
হাজার বছর ধরে কলম হাতে নিয়ে সাদা কাগজে কিছু আঁকিবুঁকি করব ভাবছি।
অনেক ভাবনা অনেক কিছু মস্তিষ্কের নিউরনে বারবার ইলেকট্রিক শক দিচ্ছে।
তবুও আমি লিখতে অক্ষম।
পাখির পালকের অংশ কালির দোয়াতে ভিজিয়ে সাদা কাগজের বুকে দাগ টানার যুগ পার করে আধুনিক কলমের যুগে এসেছি ।
সেই থেকে ভাবছি কিন্তু কাগজের বুকে দাগ তো দুরের কথা একটা ফোটা দিতেও আজ অবধি পারি নি।
নিদ্রা থেকে উঠে নয়নযুগল খোলা মাত্রই অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন কত কিছুই না প্রত্যক্ষ করি , কত কিছুই না শ্রবন করতে হয় কর্ণদ্বয় দিয়ে।
আমি অন্ধ আর বধির হয়ে থাকতে চেষ্টা করি, সব কিছু দেখেও না দেখার ভান করি।
কিন্তু তরুন প্রানের তাজা রক্ত আগুনের মতো জ্বলে উঠে।
এই বুঝি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে।
আর সেই আগ্নেয়গিরি আসবে আমার বিবেক শরীর সব ভেদ করে আমার কলমের কালিতে, লাভা হয়ে পড়বে সাদা খাতায়।
কলমের শীষ অবধি এসে তা থেমে যায়, কালো লাভায় পূর্ণ হয় না সাদা খাতা।
ভাবনাগুলো বিদ্রোহগুলো জমা হতে হতে মস্তিষ্কের ভিতর স্তুপ তৈরি হয়েছে।
মস্তিষ্কের আর ধারন করার ক্ষমতা নেই, তাই মাঝে মাঝে স্তুপ ফেটে ভাবনাগুলো বেরোতে চেষ্টা করে কিন্তু পারে না, ফলস্বরূপ আমার মস্তিষ্কে তৈরি হয় প্রচন্ড অস্থিরতা।
আমি ঘুমোতে পারি না।
আমার কানে বিরতীহীনভাবে কে যেন বলতে থাকে , ” তোমার আগ্নেয়গিরির লাভা এবার বের হতে দাও আর কত আটকে রাখবে!”
আমি রণরঙ্গিণী হয়ে হাতে মহাস্ত্র কলম নিয়ে যুদ্ধে নামতে চাই কিন্তু সাহসে কুলায় না।
হে তরুন আসো প্রতিবাদ করো পারলে এই অক্ষমকে যুদ্ধ করার অনুপ্রেরণা জোগাও!

——-
বাংলা বিভাগ, ১৩তম ব্যাচ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

401 Views

আরও পড়ুন

নজরুলের “শিল্পী” হয়ে এক যুগ পর মঞ্চে ফিরছেন রাব্বী

১৬তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় এবারও প্রথম রাবি শিক্ষার্থী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার দাবিতে সুনামগঞ্জে রিকশা র‍্যালী

আদমদীঘির হাটবাজারে অভিযান পাঁচ ব্যবসায়ীর জরিমানা

আদমদীঘিতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-১

দোয়ারাবাজারে ৩৬টি গরুসহ ৮ চোরাকারবারি আটক

নাগরপুরে প্রয়াত মেম্বার রহম আলী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

টেকনাফে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ মাদক,বিদেশি চারটি পিস্তল ও কার্তুজ উদ্ধার

ভিসি-প্রোভিসিকে নিয়োগ দেওয়া শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত: লাইভে ছাত্রলীগ নেত্রী

মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন শামীম ওসমান

সার্ভেয়ার ঘুষ খেয়ে অন্যের নামে রেকর্ড করে দিলেন জমি, সইতে না পেরে বৃদ্ধা স্ট্রোক করে হাসপাতালে

অধ্যাপক ছিদ্দিকুর রহমানের “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন