বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের পূর্ব শাহবাজপুর ইউনিয়নের পাতন গ্রামে বসবাসরত নাছিমা বেগম নামে এক গৃহবধূ এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে হুমকি, হয়রানি এবং হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন। অভিযুক্ত রাজনীতিবিদের নাম জাকের।
ভুক্তভোগী নাছিমা বেগমের স্বামী মাহমুদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জাকের নামের ওই রাজনৈতিক নেতা নাছিমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু নাছিমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে নেতাটি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের উপর নানা ধরনের মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতে থাকেন।
নাছিমা অভিযোগ করেন, প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই জাকের নিয়মিতভাবে তাকে হয়রানি করতে শুরু করেন। শুধু তাই নয়, তাকে ও তার স্বামীকে হত্যার চেষ্টাও করা হয়। পাশাপাশি তিনি নানা ধরনের প্রাণনাশের হুমকিও পেয়েছেন।
এই হুমকি ও নির্যাতনের ফলে নাছিমার পড়াশোনার ক্ষেত্রেও চরম সমস্যা সৃষ্টি হয়েছে। মানসিক চাপে তিনি নিয়মিত ক্লাস করতে পারছেন না এবং লেখাপড়ায় পিছিয়ে পড়ছেন বলে জানান।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে। এ বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক নেতা জাকেরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য আসেনি।