ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ মে ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন চট্টগ্রাম, পটিয়া ও কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট ও বর্তমান টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জনস্বার্থে সরকারি আদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। সেখানে ১ বছর বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০০৮ সালে জনস্বার্থে আবারও বদলিজনিত পদায়ন হন কক্সবাজার পিটিআইতে। সেখানে প্রায় ৪ বছর অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করেন। ২০১২ সালে চট্টগ্রাম পিটিআই এ বদলি পূর্বক পদায়ন হন।

চট্রগ্রাম পিটিআইতে কর্মরত অবস্থায় সরকার ২০১৩ সালে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত হন।

তিনি ২০১৭ সালে মালয়েশিয়াতে এডুকেশন ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং দক্ষতার সাথে তা সম্পন্ন করেন। এ সময় একই সাথে জনস্বার্থে চট্টগ্রাম পিটিআইয়ের পাশাপাশি খাগড়াছড়ি পিটিআইয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারি মাসে জনস্বার্থে পটিয়া পিটিআই এ যোগদান করেন এবং সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের উন্নতিকল্পে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন। পটিয়া পিটিআইতে কর্মরত অবস্থায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে পটিয়া পিটিআইতে যোগদান করে আবারও জনস্বার্থে বদলি হয়ে গাজীপুরের জয়দেবপুর পিটিআইয়ে যোগদান করেন। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পিটিআইয়ে সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করছেন।

ভাষাপ্রেমী এই মানুষটি মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে ‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন। সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননা পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “বায়াতুশ শরফ প্রতিবন্ধী” বান্ধব সম্মাননা ২০১১ খ্রিস্টাব্দে, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ সংগঠন, “বাংলাদেশ মানব উন্নয়ন পরিষদ কর্তৃক বিশেষ সম্মাননা প্রাপ্তি, ছায়ানীড়ের আয়োজনে সর্বস্তরের বাংলা ভাষা, শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কার্যক্রমের সক্রিয় নেতৃত্বদানকারী হিসেবে বিশেষ সম্মাননা।

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম