ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ‘দুই’ নামা

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ আগস্ট ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ

Link Copied!

 


মুহা. ইকবাল আজাদ।


ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ ২০২০

প্রথম ওয়ানডে
• প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত ২ রানে ২ দলের ওপেনার আউট হয়।
• ইংল্যান্ডের হয়ে ২ জন ব্যাটসম্যান ব্যক্তিগত ২২ রানে আউট হন।
• দুই দলের ২ জন ব্যাটসম্যান ব্যক্তিগত ১১ রানের ইনিংস খেলেন।
• আইরিশদের জো ডেলানি এবং ইংরেজদের ভিন্স, এই ২ ব্যাটসম্যান ৫টি করে বাউন্ডারি হাঁকান।
• প্রথম ওয়ানডেতে ২ দলের ২ জন ব্যাটসম্যান অর্ধশত রানের ইনিংস খেলেন।
• ইংল্যান্ডের সাকিব মাহমুদ এবং ক্রেইগ ইয়াং ২ জন মিডিয়াম পেসার ২ উইকেট করে লাভ করেন।

দ্বিতীয় ওয়ানডে
• দ্বিতীয় ওয়ানডেতে ২ দলের ২ ওপেনার ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরেন।
• ইংল্যান্ড দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক ২ জনেই শূন্য রানে আউট হন।
• দ্বিতীয় ওয়ানডেতেও উভয়ই দলের ২ জন ব্যাটসম্যান অর্ধশত রানের ইনিংস খেলেন।
• আইরিশদের পল র্স্টালিং, বালর্বিনি, টেক্টর, টেকার, ম্যাক’ব্রাইন প্রত্যেকে ২টি করে বাউন্ডারি হাঁকান।
• ইংলিশদের ২ ব্যাটসম্যান বেরিস্টো এবং উইলি ২টি করে ছক্কা হাঁকান।
• উভয় দলের ২ জন ব্যাটসম্যান ব্যক্তিগত পনেরো রান করে আউট হন।
• ইংল্যান্ডের ২ জন মিডিয়াম পেসার মাহমুদ এবং উইলি ২টি করে উইকেট লাভ করেন।
• দ্বিতীয় ওয়ানডেতে উভয় দল ২ শতাধিক রান করে।

তৃতীয় ওয়ানডে
• এক ম্যাচেই ২ দলের অধিনায়ক সেঞ্চুরি হাঁকান।
• ম্যাচে ২ দলই ৪৯.৫ ওভার পর্যন্ত ব্যাটিং করেছিলো।
• আইরিশদের ২ ব্যাটসম্যান একত্রে ব্যক্তিগত শতাধিক রান সংগ্রহ করেন।
• শেষ ম্যাচে ২ অধিনায়ক দশের অধিক বলকে ‘চার’ এ পরিনত করেন।
• অধিনায়কের শতক ছাড়া ইংল্যান্ডের ২ জন ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন।
• ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান ব্যক্তিগত এক রান করে সাজঘরে ফিরেন।
• শেষ ম্যাচে আয়ারল্যান্ডের লিটন এবং ক্যাম্ফার ২টি করে উইকেট লাভ করেন।
• ইংরেজদের ২ জন বোলার আইরিশদের মাত্র ২টি উইকেট (১টি রান আউট) নিতে সক্ষম হন।

 

শেষ সিরিজ ব্যতীত অতিরিক্ত ‘দুই’ নামাঃ
• আইরিশরা ইংল্যান্ডের সাথে ১৩ বার মুখোমুখিতে ২ বার জয় লাভ করেন।
• জয় পাওয়া ২ ম্যাচেই আয়ারল্যান্ড দল ৩২৯ রান করেন।
• বিশ্বকাপে তিনশো অধিক রান তাড়া করে জেতা শেষ ২ ম্যাচে আইরিশরা ৩০৭ রান করেন।
• ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে খেলা এওইন মরগান সেদিন মাত্র ২ রান করেছিলেন।
• ইংলিশদের সাথে আইরিশরা সর্বনিম্ন ২ রানে হারেন।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত