ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শুরু করাটাই কঠিন, গন্তব্যে পোঁছা কঠিন নয়–লেখক ফোরাম সভাপতি

প্রতিবেদক
admin
২০ অক্টোবর ২০১৯, ১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

আমজাদ হোসাইন হৃদয়:

রোটারেক্ট ক্লাব অব রাজধানী ঢাকা আয়োজিত মাসিক পোগ্রাম গতকাল শনিবার (১৯অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহানুর ইসলাম। আরও উপস্থিত ছিলেন, রোটারেক্ট ক্লাব অব রাজধানী ঢাকার সভাপতি রোটারেক্টর মোঃ জাকারিয়া। রোটারেক্টর সাব্বির ইসলাম লিওন; ডিস্ট্রিক্ট কো-কো-অর্ডিনেটর, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশ, রোটারেক্টর রিফাত; জোনাল সেক্রেটারি, জোন ভেনিস, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশ এবং রোটারেক্ট ক্লাব অব রাজধানী ঢাকার সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে “আমার লেখার জগৎ” প্রসঙ্গে তরুণ কলাম লেখক ফোরাম সভাপতি বলেন- “আপনি লিখতে চান? কিছু করতে চান? আপনি শুরু করুন, নিশ্চয়ই আপনি সফল হবেন। শুরু করাটাই কঠিন, গন্তব্যে পোঁছা কঠিন নয়”। তিনি আরও বলেন, আপনি লিখুন বা যা কিছুই করেন না কেন আপনি সেটা উপভোগ করবেন তাহলে আপনি সে বিষয়ে মধুর তৃপ্তি পাবেন। এই সম্পর্কে তিনি একটি উপমা দিতে গিয়ে বলেন- “আপনি যদি মেসি সাপোর্টার হোন এবং রিয়াল বনাম বার্সা যদি খেলা হয় আর তাতে যদি মেসি গোল করে আপনার অজান্তেই ভালো লাগা কাজ করে, ঠিক তেমনিই কোন কিছুকে যদি উপভোগ করেন সেটি আপনার কাছে ভালোবাসা হিসেবেই ধরা দিবে। তখন তার প্রতি মায়া থাকবে এবং সে কাজ করে আপনি তৃপ্তি পাবেন”।

যারা লিখতে চায় তাদের উদ্দেশ্যে লেখক ফোরাম সভাপতি বলেন, আপনি আপনার অনুভূতি গুলো লিখুন, আপনার মনের মধ্যে ঘুরপাক খাওয়া কথাগুলো প্রকাশ করুন, দেশ ও সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখুন তবে হ্যা আগে শুরু করুন। শুরু করলে অবশ্যই আপনি সফল হবেন।
পোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য রোটারেক্ট ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ কলাম লেখক ফোরাম সভাপতি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারেক্ট সভাপতিসহ অন্যান্য রোটারেক্টরবৃন্দ এবং প্রধান অতিথির হাতে উপহার তোলে দেন অনুষ্টানে উপস্থিত রোটারেক্টরা।

আরও পড়ুন

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান