ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় জামায়াত: ডা. আব্দুল্লাহ তাহের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মিল্লাত প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যেশ্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনকে এমনভাবে সংস্কারের প্রয়োজন যেন কেউ ইচ্ছে করলেই এই কমিশনকে নিয়ে খেলতে না পারে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরীর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

আব্দুল্লাহ তাহের আরো বলেছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় জামায়াতে ইসলামী। পরপর দুইবার বা তারচেয়ে বেশী কেউ প্রধানমন্ত্রী হবেন না মর্মে আইন সংশোধিত করতে হবে। যারা যত পার্সেন্ট ভোট পাবে তারা তত পার্সেন্ট পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারবে। কোন দল এক পার্সেন্টের কম ভোট পেলে সেই ভোট কাউন্ট করা হবে না— এই সকল মৌলিক বিষয় পরিবর্তনের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাব রাখতে চায় এবং এসকল পরিবর্তন দ্রুততর সময়ের মধ্যে এনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা (জামায়াতে ইসলামী) দাবী জানাচ্ছি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ তাহের আরো বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের সাহায্যকারী এবং যারা তাদের সহযোগী ছিল তাদেরকে বাদ দিয়ে দেশের সকল দল ও মতের মানুষের সাথে উপর্যুক্ত কয়েকটি বিষয়ের উপরে পরামর্শ গ্রহণ করে কনসেনসাসে পৌঁছার আহ্বান করেন তিনি।

‘সাহসহীন নেতৃত্ব জাতির জন্য বোঝা’ বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। দেশের নেতৃত্বে সাহসী মানুষের প্রয়োজন। আমরা চেয়েছিলাম হাসিনা পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে পালাবে। কিন্তু ‘শুধু পদত্যাগ নয়, দেশ ছেড়ে হাসিনা পালিয়েছে’– এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল বলে বক্তব্যে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফীকুর রহমানের একটি বক্তব্য পক্ষে-বিপক্ষে আলোচনার জন্ম দিয়েছে। সেটির কথা উল্লেখ করে তিনি বলেন, এটি নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমীরে জামায়াত তার সেই বক্তব্যের মধ্যেই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি আরো বলেন— যারা খুনী, জালেম, অবৈধ, লুটেরা, ভোটচোর এবং কালো টাকার মালিক তাদের সকলকে কঠিন বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ, মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী, অধ্যাপক জামাল উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমানসহ শিক্ষকবৃন্দ, তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরাম (তামিসাফ), স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ