ফারহানা সুপ্তি,নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দুই শিক্ষার্থী ইভটিজিং এর স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় এর সেন্ট্রাল ফিল্ড প্রাঙ্গণে রুবেলের টং এ নাস্তা করতে এলে প্বার্শবর্তী টং থেকে কয়েকজন বাজে মন্তব্য এবং পিছন থেকে ডাকাডাকি শুরু করে।
ইভটিজিং এর শিকার ২ জনই বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী। তাদের ভাষ্যমতে, ২ বান্ধবী নাস্তা করার উদ্দেশ্যে রুবেলের টঙ দোকানের সামনে আসলে পাশের টঙ এ বসে থাকা বেশ কিছু ছেলে নানারকম বাজে ইঙ্গিত ও পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকে।
এসময় তাদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করা হয় বলেও অভিযোগ তাদের। একপর্যায়ে বাধ্য হয়েই তারা দ্রুত স্থান ত্যাগ করে।
নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে এ ২ শিক্ষার্থী বলেন, আজ আমরা হয়রানির শিকার হয়েছি। সামনে অন্যজন ও হয়তো হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই যদি আমাদের এরকম হয়রানির শিকার হতে হয়, তাহলে কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো!
এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে সহকারী প্রক্টর শেখ মারুফা নাবিলা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইভটিজিং শিকার হলে তারা যেন প্রক্টর বরাবর অভিযোগ করে। অভিযোগ আসলে ইভটিজার ক্যাম্পাসের ছাত্র বা বহিরাগত যেই হোক আমরা তার যথাযথ ব্যাবস্থা নিব।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এইসব ঘটনায় শিক্ষার্থীদের সাথে বহিরাগতের সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছে সাধারন শিক্ষার্থীরা।