আমজাদ হোসেন,ঢাবি :
প্রত্যেক মানুষের জীবনে মা মূল্যবান সম্পদ। যার মা নেই সে বুঝতে পারে এই অমূল্য সম্পদের মূল্য। তেমনি এক মাকে প্রায় হারাতে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তারেক। সকলের আন্তরিক সহযোগিতায় পারে সন্তানের কাছে একটি মাকে ফিরিয়ে দিতে।
জানা যায়, দুইটি কিডনি নষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তারেক মমতাময়ী মা। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
ঢাবির এই শিক্ষির্থী বলেন, আমার মা অনেক দিন থেকেই অসুস্থ। হঠাৎ করে তার অবস্থা খারাপ হতে শুরু করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা করে জানান তার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তারপর থেকেই কখনো শ্যামলী (ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি) আবার কখনো ধানমন্ডি (গণস্বাস্থ্য নগর হাসপাতাল) রেখে আমার মা’কে প্রতিনিয়ত সাধারণ চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
আমার মাকে বাঁচাতে বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকা ঋণ করে ইতোমধ্যে মায়ের চিকিৎসার পেছনে আমরা খরচ করে ফেলেছি। ডাক্তার বলেছেন খুব দ্রুতই আমার মায়ের কিডনী রিপ্লেস করা না গেলে আমার মা’কে আর বাচাঁনো যাবে না।
বিদেশে নিয়ে অপারেশন করানো গেলে আমার মা ইনশাআল্লাহ ভালো অবস্থায় ফিরে আসতে পারবেন। সে জন্য কমপক্ষে লাখ ১৫ লাখ টাকা লাগতে পারে বলে ডক্টর আমাদের জানিয়েছেন। আমার বাবার আর্থিক অবস্থা এমন যে ‘নুন আনতে পান্তা ফুরোয়’।
এতটাকা জোগাড় করা আমার কৃষক বাবার পক্ষে অসম্ভব। এমতাবস্থায় আমি সকলের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করছি। আমার আকুল নিবেদন, “দয়া করে আমার মা’কে বাঁচাতে এগিয়ে আসুন।”
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (আমার) : 01876914018
রকেট (আমার ভাই) : 018381309028
আব্দুল্লাহ আল তারেক
দর্শন বিভাগ, ১ম বর্ষ
সার্জেন্ট জহুরুল হক হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ: 01876914018
ফেসবুক: Abdullah AL Tarek