ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তাড়াশে চাঁদা না পেয়ে জবি শিক্ষার্থীর ওপর হামলা

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৬ জুন ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজার এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ছিনতাই ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম মো. মোসাব্বির হোসেন (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ধামাইচ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুরপাড়ার এলাকায় নিজ বাড়িতে যান শিক্ষার্থী মোসাব্বির। মঙ্গলবার বিকেলে তিনি তার বাবার মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী ধামাইচ বাজারে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের বাসিন্দা ও ধামাইচ বাজারের ব্যবসায়ী সাগর হোসেন (২৬), তার বাবা জব্বার মন্ডল (৪৫) ও তার চাচা বোরহান মন্ডল (৪০) মিলে ভুক্তভোগী শিক্ষার্থী পথরোধ করেন। এ সময় তারা ওই শিক্ষার্থীর কাছে থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা প্রথমে শিক্ষার্থী মোসাব্বিরের কাছ থেকে মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সংঘবদ্ধভাবে তারা মোসাব্বির হোসেনের উপর লাঠি ও ইট দিয়ে আঘাত করে তাকে আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোসাব্বির হোসেন জানান, এ ঘটনার আগে ওই সন্ত্রাসীচক্রটি আমার স্কুল শিক্ষক বাবার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায় তারা আমাকে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। সন্ত্রাসীরা যে কোনো সময় আবারও হামলা করতে পারে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাগর। তিনি বলেন, “আমরা মোসাব্বিরকে মারধর করিনি। সে যে ছবি দেখাচ্ছে, সেগুলো কয়েকদিন আগে তার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ছবি। তবে টাকা চাওয়ার বিষয়টি সত্যি। ২০১৪ সালে আমার বাবা তার (মোসাব্বিরের) বাবাকে বিদ্যুতের খুঁটি বসানোর কাজে এক লাখ টাকা দিয়েছিলেন। প্রায় ২০ দিন আগে আমরা তাদের বলেছি টাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, নইলে বাইক নিয়ে বাজারে ঢুকতে দেওয়া হবে না। পরে মোসাব্বির বাইক নিয়ে বাজারে এলে আমরা বাইকের চাবি নিয়ে নিই, কিন্তু তাকে মারধর করিনি।”

এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম জানান, অভিযোগপত্রটি আমরা হাতে পেয়েছি। তবে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি। মামলার তদন্ত চলমান রয়েছে। আজ সন্ধ্যার পর উভয় পক্ষের সাথে কথা বলা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত