প্রেস বিজ্ঞপ্তি:
সংযুক্ত আরব আমিরাতে আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২৮ অক্টোবর ২০১৯ ইং সোমবার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।
আমিরাতের শারজাহ আল হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংবিধান প্রনেতা, আওয়ামী লীগের প্রথম অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সাবেক এম এন এ, সফল রাষ্ট্রদূত, নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটির অন্যতম প্রবীণ নেতা, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন সগঠনের আহবায়ক সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সফল ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন।
এতে প্রবাসী সকল বাঙালিদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ ইউ.এ.ই সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মদ রাসেল।
ঐদিন স্মরণ সভায় সন্ধ্যা ৭টায় খতমে কোরআন। রাত ০৮ টায় দোয়া মাহফিল। রাত ০৮:৩০ মিনিটে অতিথির আসন গ্রহণ। রাত ০৮:৪০ মিনিটে নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর জীবন কর্মের ওপর প্রামাণ্য চিত্র পরিদর্শন। রাত ০৯ টায় নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর বর্নাট্য জীবন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা এবং রাত ১০টায় অতিথি আপ্যায়ন করা হবে বলে সূত্রে জানায়।