জি.এম টুটুল :
সিরাজগঞ্জ সদর উপজেলায় বকুল হায়দার বকুল (৫২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাগবাটি ইউনিয়নের সদস্য। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নেতা বলেও জানা গেছে। বকুল হায়দার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি শুনেছি । বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। তাকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।