রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে যতœ প্রকল্পের শুরুতেই সুবিধাভোগির তালিকায় নাম দেয়ার কথা বলে উৎকোচ গ্রহণের দায়ে শফিকুল ইসলাম (৩৭) মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহৎস্পতিবার দিবাগত মধ্য রাতে মেম্বারের নিজ গ্রাম ভাবকী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার।
জানা গেছে, মা ও শিশু পুষ্টি কার্যক্রম যতœ প্রকল্পের আওতায় সুবিধাভোগির তালিকায় নাম দেয়ার কথা বলে সিংয়ের কান্দা গ্রামের আ: মান্নানের স্ত্রী রোকেয়া বেগমের কাছ থেকে ৬ হাজার টাকা উৎকোচ হাতিয়ে নেয় ওই মেম্বার।
ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দেয়া এই প্রকল্পে কোন অর্থ লেনদেন না করার জন্য প্রশাসন থেকে মাইকিং করে। প্রশাসনের প্রচারনার পর মেম্বারের উৎকোচ গ্রহণের বিষয়টি জানাজানি হয়। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-ভূক্তভোগি রোকেয়া বেগম মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।