মোঃ মোমিন খান, স্টাফ রিপোর্টার বগুড়া ঃ
বগুড়ার আদমদীঘিতে এখলাছ মল্লিক নামের এক ব্যক্তির মাছচাষ পুকুরে বিষপ্রয়োগ করায় দেড় লক্ষাধিক টাকার প্রভৃতি জাতের মাছ মেরে বিনষ্ট করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘি উপজেলার উথরাইল দক্ষিনপাড়ার এখলাছ মল্লিক জানান, তিনি উথরাইল মৌজায় সরকারি একটি পুকুর লীজ নিয়ে মাছচাষ করে আসছেন।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় একই গ্রামের জনৈক ব্যক্তি তার ব্রয়লার মুরগীর সেড পরিস্কার করে তার বিষ্টা বা মল জীবননাশক পদার্থ তার মাছচাষ পুকুরে ফেলে দেয়। ফলে ওইসব পদার্থ খেয়ে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে বিনষ্ট হয়। এতে ওই মাছ চাষীর দেড় লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয় বলে তিনি দাবী করেন।
#