ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

প্রতিবেদক
admin
৭ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ৪৮১টি আসন খালি থাকায় দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ভর্তি কার্যক্রম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ইবির স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছর অন্তভুক্ত মোট আসন রয়েছে ২ হাজার ২০টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে দশম ধাপের মেধাতালিকা প্রকাশিত হয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ১৬ জানুয়ারি।

নবীন শিক্ষার্থীদের ক্লাশ শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এবছর গুচ্ছ প্রক্রিয়ায় অধিকাংশ আসন পূরণ হওয়ায় আমরা গতবারের চেয়ে একমাস আগেই ক্লাশ শুরু করতে পারছি। আশা করছি ফাঁকা আসন গুলো খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে।

এছাড়াও নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে সেন্ট্রাল ওরিয়েন্টেশনের ব্যাপারে জানান, এরকম কিছু একটা করার বিষয়ে আমরা ভাবছি যেহেতু গতবার করোনার কারণে তা সম্ভব হয়ে উঠেনি।

উল্লেখ্য, ১০ম মেধাতালিকার ভর্তির কার্যক্রম শেষে এ ইউনিটে ৩৫৪, বি ইউনিটে ৮১ ও সি ইউনিটে ৪৬টি আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা