বরিশাল ব্যুরো:
১৪ অক্টোবর ২০১৯, সোমবার সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এর ইয়েস গ্রুপের উদ্যোগে বরিশালের অশ্বিনী কুমার হল চত্ব¡রে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাক এর ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।
মানববন্ধন এর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার জোট, বরিশাল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডি এর প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সনাক সদস্য সাইফুর রহমান মিরণ, বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, বেলা’র বিভাগীয় সমন্বয়কারি লিংকন বায়েন, বরিশাল মহিলা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক কাওছার পারভীন, ইয়েস দলনেতা মো. মনিরুল ইসলাম সোহান প্রমূখ।
বক্তারা বলেন, আবরার হত্যাকান্ড একদিকে বাকস্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্র সংগঠন তথা শিক্ষাঙ্গণের উপর অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। এ হত্যাকা-ে জড়িতদের দষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতিমুক্ত সুস্থ ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সরকারের নিকট স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আর যাতে এভাবে কোন মায়ের কোল খালি না হয়, সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণ করেন সেইন্ট বাংলাদেশ, আইসিডিএ, বরিশাল মহিলা কল্যাণ সংস্থা, ঢাকা আছানিয়া মিশন, বেলা, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অরগানাইজিং গ্রুপসহ বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সহদলনেতা ইনজামুল সাফিন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০