জাবেদ ভূঁইয়া,মিরসরাই(চট্টগ্রাম) :
আজ রবিবার (৩নভেম্বর) বিকাল ৪ টার দিকে ফেনী চট্টগ্রাম পুরাতন মহা সড়কের করেরহাটের হাবিলদারবাসা এলাকায় একটি দ্রুতগামী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়।
নিহতের নাম মো: মিজান। তিনি করেরহাটের পূর্ব অলিনগর কালাঘোনা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে একটি দ্রুতগামী পিকআপ আরেকটি গাড়িতে ওভারটাইক করতে দিয়ে করেরহাট গামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১ জন মারা যায় আহত হয় ৬ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকালে স্থানান্তর করে কর্মরত চিকিৎসক।