————–
আকাশ ভরা সুর্য হাসছে আজকে
আকাশে বাতাসে রাষ্ট্র হয়ে গেছে
বঙ্গকন্যার জন্মদিন আজকে ৷
নগর,বন্দর যার স্পর্শে হাসছে
সেই কন্যার জন্মদিন আজকে
ধন্যি পিতার ধন্যি যে সে মেয়ে ৷
৫৬৯৭৭ বর্গমাইলের কাঁটাতার
দমাতে পারেনি তার স্বপ্ন অপার
মাঝি সে যে এই জয়বাংলার ৷
যার ছোঁয়ায় মানুষ আলোকিত হয়
অসহায় জাতি প্রাণ ফিরে পায়
নারে না সে আর কেউ নয় ,
সে সে জয় বাংলা বাংলার জয়
বঙ্গ কন্যার হবেনাকো পরাজয় ৷
যার ছোঁয়ায় সোদা মাটি সোনা হয়
যে করেছে গভীর সমুদ্রসীমা জয়
১৭ কোটি মানুষের যে ভেঙ্গেছে ভয় ৷
যার ছায়া সদা মাথার উপরে রয়
না , না সে যে আর কেউ নয় ,
তার কির্তী যে আজ সারা বিশ্বময়
সে যে শেখ হাসিনা জন্ম এ বাংলায় ৷