ঢাকাশনিবার , ১৪ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গর্জনিয়া-কচ্ছপিয়া ব্লাড ফাইটিং ইউনিট” এর সদস্যদের প্রথম MEET-UP সম্পন্ন।

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০১৯, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শাহাদাত হোসেন (রামু থেকে)–

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন “গর্জনিয়া- কচ্ছপিয়া” দুই ইউনিয়নের একঝাঁক তরুণের সম্মন্বয়ে “ব্লাড ফাইটিং ইউনিট” নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন গঠন করেছে। সেচ্ছাসেবী সংগঠনের শুধু ব্লাড সংগ্রহ করার মধ্যে সীমাবদ্ধ রাখেনি,তাঁরা কয়েকটি ধাপে কাজ করার প্রত্যয়ে সংগঠনটি করেছে। তৎমধ্যে রয়েছে গর্জনিয়া- কচ্ছপিয়া থেকে আগত অসহায় রোগীকে সহযোগিতা করা, সুবিধাবঞ্চিত বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করা। ব্লাড সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক সেমিনার করা।

প্রসঙ্গত,গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নে অনেকের লালিত স্বপ্নছিল একটি ব্লাড ইউনিট গঠন করে এলাকার রোগীদের পাশে থাকা যাতে রক্তের জন্য ছুটাছুটি করতে না হয়।সাম্প্রতি এমন একসময়ে একদল তরুণেরা যাদের মেধা,পরিশ্রম,সেচ্ছাশ্রমকে বিসর্জন দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বিগত ২৩ই সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিজিবি উর্মি ক্যাপে একটি সু-পরামর্শের ভিত্তিতে ব্লাড ইউনিট গঠন করার লক্ষে প্রাথমিক আলোচনায় বসেন। আজ গর্জনিয়া কচ্ছপিয়া ব্লাড ফাইটিং ইউনিট এর প্রথম MEET-UP অনুষ্ঠিত হয় বিকাল : ৪টা থেকে ৭টা পর্যন্ত ।

মো.কফিল উদ্দীন ফারুক এবং মো.সাইয়েদুল হক বাহাদুর এর সংঞ্চালনায় শুরু হওয়া প্রোগ্রামে, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো.শাহ নেওয়াজ, উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন মোঃ মিজানুল হক, মিজানুর রহমান,ইসমাইল, মোর্শেদুল আলম, মো. নাজিম, জাহাঙ্গীর আলম,খোরশেদ আলম, আতিকুর রহমান,মুহিব উল্লাহ মুহিব, রিয়াদ, আনোয়ারুল হক, মুজিবুর রহমান,জাহাঙ্গীর আলম,শাহাব উদ্দীন,মিজানুর রহমান,নুরুল আলম,জসিম উদ্দীন,খোরশেদ আলম,রাশেদুল ইসলাম,রহিম উল্লাহ,আতিকুর রহমান,মিরাজ উদ্দীন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন,সুফিয়ান,সাইফুল,হারুণ, তাওহীদ, রিজভী, রাশেল,নয়ন,ইমরাম,আবছার,মুফিজ,শাহাদাত,হুমায়ুন, আয়ুব, আরাফাত, ছোটন, আওয়াল,হাফেজ গোলাম মাওলা,হাফেজ রিয়াজ, হুমায়ুনসহ আরো অনেকেই।

বক্তারা বলেন”গর্জনিয়া কচ্ছপিয়া ব্লাড ফাইটিং ইউনিট এর যাত্রাকে শুভ কামনা করছি, আপনারা অল্প কয়েকদিনে কক্সবাজারে আগত অসহায় রোগীকে যেভাবে সেবা প্রদান করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনাদের মানবসেবা কাজকে আমরা স্যালুট করছি এবং ভবিষ্যতে আপনাদের পাশে আমরা থাকবো বলে ওয়াদা করছি। এটাও মনে রাখতে হবে যে, এলাকায় ভালো কাজ করলে প্ররোচনা দিবে অনেকেই এটা সদস্যদের মাথায় নেওয়ার দরকার মনে করিনা এবং তাদের ভালোবাসা দিয়ে কাছে নিয়ে আসতে হবে”।

247 Views

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

লন্ডেন বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

ইসরাইলে ইরানি ড্রোন হামলার খবরে সাইরেন বাজলো জর্ডানে!

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

যুদ্ধের দামামা
এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

কেমন কেটেছে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ আনন্দ

ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

সুরাজপুর – মানিকপুর ইউনিয়নে পাহাড়ের মাটি বিক্রির প্রতিবাদ করায় ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা