এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় গাঁজাসহ ০১ জন আসামী আটক করা হয়েছে।
বিজিবি সুত্রে যানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক শনিবার(২রা নভেম্বর) রাতে ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান হতে ০২ কেজি ভারতীয় গাঁজাসহ ০১ (এক)জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হলেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বাকাতলা কান্দাপাড়া গ্রাম নিবাসী দেওয়ান আলীর পুত্র জিয়াউল (২২)।
২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।