রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে ঝেঁকে বসেছে শীত। আর এই শীতে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রোদের দেখা মেলে না। আর সরকারিভাবে যা শীতবস্ত্র বিতরণ যা করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম। আর তাই বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণের কাজ করছে।
তারই ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে ৫ শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ভয়েজ অব ঝিনাইগাতী। শীতার্তদের উষ্ণতার ছোঁয়ার ব্যানারে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ভয়েজ অব ঝিনাইগাতী এ আয়োজন করেন।
এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
জানা গেছে, ভয়েজ অব ঝিনাইগাতী ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ৮ম বারের মত শীতার্ত মানুষের মাঝে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবী সংগঠন ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব প্রমুখ।