ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রতিবেদক
admin
১৪ অক্টোবর ২০১৯, ৫:২৮ অপরাহ্ণ

Link Copied!

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
(আজ ১৪ অক্টোবর) অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুপুরের পর ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী আবদুল গফফার চৌধুরী। কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, কর্মী সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী।

সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রার্থীর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতকানিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল গফফার চৌধুরী ভোট বর্জনের এই ঘোষণা দেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটি সদস্য এডভোকেট মিজান, ব্যরিস্টার ওসমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

সোমবার সকাল ৯টা থেকে উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

চেয়ারম্যান পদে সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব (নৌকা), বিএনপির প্রার্থী হিসেবে সাতকানিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবদুল গফফার চৌধুরী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মোনায়েম মুন্না চৌধুরী (মোটরসাইকেল) নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান (তালা), সালাহ উদ্দিন হাসান চৌধুরী (বই) জসিম উদ্দিন (চশমা), বশির উদ্দিন আহমদ (ধানের শীষ), আছিফুর রহমান সিকদার (মাইক) মোহাম্মদ ওমর ফারুক (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আনজুমান আরা (কলস) ও তারান্নুম আয়েশা (প্রজাপতি) প্রতীকে।

আরও পড়ুন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১